ভাষা সংস্কৃতি থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় কি? দেশ বিভাজন ভাষা সংস্কৃতি ,ধর্মীয় সংস্কৃতি ভিত্তিক হতে পারে কি? ভৌগলিক মানচিত্র দেখা প্রয়োজন নয় কি? প্রাকৃতিক সম্পদ, যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করা উচিত নয় কি? প্রতিবেশী কাকে বলে বুঝা উচিত নয় কি ? নিজেই প্রথমে কেন বিভাজন, ধর্ম ভিত্তিক মানলাম?পরে রাষ্ট্র ভাষা বাংলা চাইলাম কেন? রাষ্ট্র দ্রোহীতা হলো না? রাষ্ট্র আমার ছিল পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু।তারপর ধীরে ধীরে স্বাধীন রাষ্ট্র করার উদ্যোগ নিলাম। ভুল করেছিলাম কি না ? ভুলের জন্যই ইসলামিক রাষ্ট্রের অভ্যন্তরেই যুদ্ধ । নাম দিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধ।এত কিছুর পর এখন গণতন্ত্র নেই কেন? আসলে আমি রাজা হতেই চেয়েছিলাম। সম্রাট শাহজাহান হতে চেয়েছিলাম। সারা দেশের সরকারি প্রতিষ্ঠান আমার নামে চেয়েছিলাম। যদিও এক ইঞ্চি জমি রাষ্ট্রের জনগণের জন্য দান করার সামর্থ্য ছিল না,করতেও পারিনি। শেষ পরিণাম আত্মহত্যাই বলা যায়।
top of page

+8801601233813

bottom of page
Comentarios